Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগযোগ ব্যবস্থা

৬নং ত্রিশাল ইউনিয়নের বিভিন্ন রাস্তার বর্ণনাঃ

১) ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তা :- ৫ কিমি।

২) ত্রিশাল- ধুরধুরিয়ার ধানের চাতাল হতে জাহিদ চেয়ারম্যান বাড়ীর রাস্তা - ৩ কিমি।

৩) ত্রিশাল- ধুরধুরিয়ার ধানের চাতাল হতে আমলিতলা পর্যন্ত আধাপাঁকা রাস্তা - ২ কিমি।

৪) ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তার খুশের দোকান হতে দক্ষিণ দিকে আকলিমার বাড়ীর    কাঁচা রাস্তা  -৩ কিমি।

৫) ত্রিশাল - ধুরধুরিয়া পাঁকা রাস্তা হতে ছলিমপুর (ম) পাড়া প্রাথমিক বিদ্যালয় হতে চানু মেম্বার বাড়ীর কাঁচা রাস্তা - .৫ কিমি।

৬) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল নজরুল ইউনিভার্সিটির বাইপাস রোড় - ৩ কিমি

৭) ত্রিশাল- পোড়াবাড়ী রোড়ের চিকনামনোহর পাঁকা রাস্তার অংশ - ৩ কিমি।

৮) ত্রিশাল- পোড়াবাড়ী রোড়ের চিকনামনোহর বেপারী বাড়ী মোড় হতে হাতেম মৌলভী সাহেবের ঘাট পর্যন্ত কাঁচা রাস্তা - ২ কিমি।

৯) ত্রিশাল- সতেরপাড়া রাস্তা পেত্রারঘাট পর্যন্ত পাঁকা রাস্তা - ৫ কিমি।

১০) কোনাবাড়ী - তয়কার রাস্তা পাঁকা- ৭ কিমি।

১১) ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক ত্রিশাল ইউনিয়ন অংশ- ৫ কিমি।

১২) ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক হতে কোনাবাড়ী- নওপাড়া রাস্তা পাঁকা- ৪ কিমি।

১৩) ত্রিশাল- পাঁচপাড়া হয়ে বাগান কাঁচা রাস্তা - ৩কিমি।

১৪) ত্রিশাল - চান্দের টিকি রাস্তা রাগামারা বাজার পর্যন্ত- ৪কিমি।

১৫) নওপাড়া - পেত্রারঘাট পর্যন্ত পাঁকা রাস্তা - ৫ কিমি।

 

রাজধানী ঢাকা হতে ত্রিশাল ইউনিয়নে আসার জন্য ঢাকা মহাখালী বাসটার্মিনাল হতে ঢাকা-শেরপুর, ঢাকা- হালূয়াঘাট (শ্যামলী বাংলা, ইমাম ট্রেইলওয়ে বাস সার্ভিস), ঢাকা- মুক্তাগাছা (ইসলাম পরিবহন), ঢাকা-ফূলবাড়ীয়া (আলম এশিয়া), ঢাকা-ময়মনসিংহ (এনা, সৌখিন) বাসে করে ত্রিশাল আসা যায়।

 

এছাড়া লোকাল যোগাযোগের জন্য রিকসা, অটোটেম্পো, ভ্যান, সিএনজি চালিত টেম্পো, ভাড়ায় খাটা মোটরসাইকেল রয়েছে।