আজ ২২/০৫/২০১৫ ইং শুক্রবার থেকে ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু হয়েছে। ফায়ার সার্ভিস স্টেশন চালু হওয়ার পরই ত্রিশাল পৌর সদরে মাইকিং ও ফায়ার সার্ভিসের গাড়ীর মহড়ার মধ্যদিয়ে ত্রিশালবাসীকে বিষয়টি অবগত করানো হয়।
ত্রিশালে ফায়ার সার্ভিস স্টেশনের ইনর্চাজ আবু মো. সাজেদুল কবীর জোয়ারদার জানান, ২২ এপ্রিল শুক্রবার থেকে এটি চালু হলো। এ জন্য কোন অনুষ্ঠান করা হয়নি। সাধারন মানুষকে বিষয়টি জানানোর জন্য মাইকিং ও ফায়ার সার্ভিসের গাড়ী ও ফায়ার কর্মীদের নিয়ে মহড়া দেওয়া হয়। উপজেলার সদর ইউনিয়নের পাঁচপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিজস্ব জায়গায় এই এ ফায়ার সার্ভিস স্টেশন চালু করা হয়েছে। এখন থেকে ত্রিশাল উপজেলাবাসী এই সেবা পাবেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস