Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
আগামী কাল ৩১-০৩-২০১৪ ইং তারিখে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন।
Details

আগামী কাল ৩১-০৩-২০১৪ ইং তারিখে ৫ম ধাপে ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব আব্দুল মতিন সরকার সাহেব (ঘোড়া),  উপজেলা বি, এন, পি’র সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সাহেব (আনারস)। ভাইস চেয়ারম্যান পদে জনাব আশরাফুল ইসলাম (চশমা), আ,ন,ম, আব্দুল্লাহিল হিল কাফি নোমান (টিউবঅয়েল), মুহাম্মদ উবায়দুল হক (উড়োজাহাজ)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ের ময়দানে আছেন জনাবা মাহমুদা খানম রুমা ( কলসি), লুৎফুন্নেছা বিউটি ( হাঁস), কামরুন্নাহার খুকী ( সিলিং ফ্যান)।

Images
Attachments