Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
মৃত্যুবরণ করেছেন সাবেক চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন তালূকদার।
Details

গত ২৫-০২-২০১৪ ইং রোজ মঙ্গল বার দিবাগত রাত আনুমানিক ১.০০ ঘটিকার সময় মৃত্যুর কূলে ঢলে পড়েন ৬ নং ত্রিশাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব সোহরাব হোসেন তালূকদার। পরদিন বিকাল ৩.০০ ঘটিকায় বাগান রাগামারা বাজারে অবস্থিত ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে জানযায়  প্রায় ২১০০০ হাজার লোক সমাগম ঘটে। পরে মরহুমের লাশ নিজ বাড়ী বাগান মতিন চেয়ারম্যান বাড়ীতে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেন ত্রিশালের সাবেক ৩ জন  সংসদ সদস্য জনাব আঃ মতিন সরকার, অ্যাড.  রেজা আলী এবং হাফেজ রুহুল আমিন মাদানী। আরো শোক প্রকাশ করেন বর্তমান সংসদ সদস্য জনাব এম.এ হান্নানের পক্ষে তাঁর বড় ছেলে জনাব রফিক সাজ্জাদ । বর্তমান চেয়ারম্যান জনাব শাহজাহান কবীর সহ আরো অনেকে।

Images
Attachments