অত্র ৬নং ত্রিশাল ইউনিয়ন পরিষদে অদ্য ৫-৩-২০১৫ ইং তারিখ হতে সৌদি আরবসহ অন্যান্য দেশে গমনেচ্ছু নারী কর্মীদের নিবন্ধন শুরুহয়েছে। প্রথম পর্যায়ে ৫মার্চ থেকে ১১ই মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দাদের নিবন্ধন হবে। নারী কর্মীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরেরমধ্যে। স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টুইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে স্থাপিত অত্র ৬নং ত্রিশাল ইউনিয়ন ডিজিটাল সেন্টারে অনলাইন রেজিস্ট্রেসন চলবে। প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকাল৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ৩০০ টাকা ব্যয় হবে। এর মধ্যেসরকারি ফি ২০০ টাকা এবং ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাকে দিতে হবে ১০০টাকা।
রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ হচ্ছে- মেশিন রিডেবলপাসপোর্ট (এমআরপি), এমআরপি না থাকলে জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্র নাথাকলে জন্ম নিবন্ধন সনদপত্র অবশ্যই আনতে হবে। জন্ম নিবন্ধনে যে নাম-ঠিকানাব্যবহার করা হয়েছে পরে হুবহু সেই তথ্যের ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট(এমআরপি) তৈরি করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের (যদি থাকে) ফটোকপি, প্রশিক্ষণের সনদপত্র (যদি থাকে), অভিজ্ঞতার সনদপত্র দেশ ও বিদেশে, (যদিথাকে)। এ ছাড়া সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভা চেয়ারম্যান, সিটিকরপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর (যার যেপি প্রযোজ্য) কর্তৃক প্রদত্তচারিত্রিক সনদপত্র।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS