Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Image
Title
নজরুল স্মৃতি কেন্দ্র,বিচুতিয়া বেপারী বাড়ী ,নামাপাড়া ,ত্রিশাল,ময়মনসিংহ।
Details

 

দর্শনীয় স্থান:

১। জাতীয় কবি কাজী নজরূল ইসলাম স্মৃতি যাদুঘর :

                                                                বিদ্রোহী কবি কাজী নজরূল ইসলাম কাজীর শিমলা থেকে ত্রিশাল নামাপাড়া এসে বিচুতিয়া বেপারী বাড়িতে লজিং ছিলেন। যে ঘরে তিনি থাকতেন সেটি আজ স্মৃতি যাদুঘরে পরিণত হয়েছে। এখানে একচি দ্বিতল বিশিষ্ট ভবন নির্মিত হয়েছে। ভবনের সামনে রয়েছে একটি পুকুর। যেখানে কবি গোসল করতেন। যাদুঘরে কবির ব্যবহৃত বিভিন্ন জিনিস পত্র রয়েছে । কবির ব্যবহৃত খাট যাদুঘরে স্থান পেয়েছে। সংস্কৃতি বিষয়ক  মন্ত্রণালয় যাদুঘরটির তত্ত্বাবধানে রয়েছে। এখানে প্রতিদিন দর্শনার্থীদের আগমন ঘটে খাকে ।

যাতায়াত ব্যবস্থা: ত্রিশাল বাসস্ট্যান্ড হতে নজরূল যাদুঘর / নামাপাড়া যাদুঘর/ বটতলা যাদুঘর এর যে কোন একটি নামে রিকসা /ভ্যান যোগে যাওয়া যাবে যাদুঘরে।